স্টাফ রির্পোটার : মহিলা কমপ্লেক্স মাঠে সকাল নয়টায় ঈশ^রদী ক্রিকেট একাডেমি বনাম সানরাইজ বয়েজ প্রতিদন্দিতা করে। সানরাইজ বয়েজ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঈশ^রদী ক্রিকেট একাডেমি নির্ধারিত ১৯.৫ ওভারে ১০ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রাসেল ৩৩ বলে ৩৭ এবং মুগ্ধ ২১ বলে ২২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ২২ রান। বিপক্ষ দলের সমি ১৪ রানে ২টি এবং সৈকত ১৬ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে সানরাইজ বয়েজ ১৯.২ ওভারে ৭ উইকেটে ১১২ রান সংগ্রহ করে। দলের পক্ষে আদর ৩৪ বলে ৩১ সৈকত ১৮ বলে ১২* রান সংগ্রহ করে। অতিরিক্ত ২৩ রান। বিপক্ষ দলের আসিফ ২৬ রানে ০৩টি এবং মারুফ ২৬ রানে ২টি করে উইকেট লাভ করে।
ফলাফল : সানরাইজ বয়েজ ৩ উইকেটে জয়লাভ করে ।
দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় এতে প্রতিদন্দিতা সারদা ক্রিকেট একাডেমি বনাম ফিশিং হান্টার। সারদা ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রিয়াল ৪০ বলে ৫৫ এবং শাহাদত ৩৪ বলে ৪৬ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৮ রান। বিপক্ষ দলের নাজমুল ২০ বলে ২টি এবং মনির ৩৮ বলে ২টি করে উইকেট সংগ্রহ করে। জবাবে ফিশিং হান্টার ২০ ওভারে ৭ উইকেট ৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ নুর ২১ বলে ২৯ সাকিব ২২ বলে ২২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১২ রান। বিপক্ষ দলের রিয়েল ১৫ রানে ৩টি এবং মান্না ১৯ রানে ২টি উইকেট লাভ করেনি।
ফলাফল : সারদা ক্রিকেট একাডেমি ৯০ রানে জয়লাভ করে।
রাজশাহী মেডিক্যাল ক্যাম্পাস মাঠে সকাল নয়টায় তানোর ক্রিকেট একাডেমি বনাম যুব ক্রিকেট স্কুল প্রতিদন্দিতা করে। যুব ক্রিকেট স্কুল টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। তানোর ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারের ১৭.৪ ওভারে ১০ উইকেটে ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রিপন ৩২ বলে ২৯ এবং রাব্বি ৩২ বলে ১৫ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৯ রান। বিপক্ষ দলের সুভ ১৫ রানে ৪টি এবং বাবু ১৩ রানে ৩টি করে উইকেট লাভ করে। জবাবে যুব ক্রিকেট স্কুল ১২.৩ ওভারে ২ উইকেটে ৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাইনুল ৩১ বলে ৩৫ ফাহিম ২৬ বলে ৩০ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১১ রান। বিপক্ষ দলের মিঠুন ৩০ রানে ১টি উইকেট লাভ করে।
ফলাফল: যুব ক্রিকেট স্কুল ৮ উইকেটে জয়লাভ করে।
দ্বিতীয় খেলা :
বাবুল স¥ৃতি সংঘ বনাম রাজশাহী ফাইটার্স প্রতিদন্দিতা করে। রাজশাহী ফাইটার্স টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় । বাবুল স্মৃতি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৪ রান সংগ্রহ। দলের পক্ষে নিহাদ ২৩ বলে ৫১ রাব্বি ৩২ বলে ৪৩ রান করে। অতিরিক্ত ১৪ রান। বিপক্ষ দলের জয় এবং হাসান ১টি করে উইকেট দখল করে। জবাবে রাজশাহী ফাইটার্স ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে মিজান ৩৫ বলে ৭৫ এবং আশারাফুল ৩৪ বলে ৩৪ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৫ রান। বিপক্ষ দলের জনি ৩১ রানে ৪টি তানভীর ০ রানে ২টি উইকেট লাভ করে।
ফলাফল : বাবুল স্মৃতি সংঘ ৩৯ রানে জয়লাভ করে।