অনলাইন ডেস্ক : বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা দেওয়ায় শ্রীলঙ্কার দুই নারী বিমানবালাকে মারধর করেছেন সৌদি আরবের ২৮ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।
লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই সৌদি যুবক আসছিলেন। বিমানটি সৌদির রাজধানী রিয়াদ থেকে শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।
বিমানটি যখন অবতরণ করছিল তখন সৌদির ওই যুবকের টয়লেটের বেগ পায়। তখন তিনি টয়লেটে যেতে চান। কিন্তু বিমানবালারা জানান, এই সময় নিরাপত্তার স্বার্থে সবাইকে সিটবেল্ট শক্ত করে পরে থাকতে হবে এবং টয়লেটে যাওয়া যাবে না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তিনি বিমানবালাদের মারধর করেন। তারা বিষয়টি পাইলটকে অবহিত করলে তিনি ঘটনা সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।
জানা গেছে, সৌদির এ ব্যক্তি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যেতেন। কিন্তু এখন তাকে শ্রীলঙ্কাতেই আটকে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার তাকে দেশটির রাজধানী কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে। সেখানে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: ডেইলি মিরর


 

