নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। ভোর ৫:৪৮। ৩০ অক্টোবর, ২০২৫।

জমির বিরোধে ভাতিজার হাতে চাচা খুন: রফিক শেখ গ্রেপ্তার

অক্টোবর ২৯, ২০২৫ ২:৪২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানার বাসাদিয়াড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা মোস্তফা শেখকে হত্যা মামলার প্রধান আসামি রফিক শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী ও র‌্যাব-৬, সাতক্ষীরা) যৌথ অভিযানে সোমবার দুপুর ১২.৫৫ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকর কাঠি এলাকা থেকে ৪৮ বছর বয়সী রফিক শেখকে ধরা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে। তিনি বর্তমানে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২১ অক্টোবর ২০২৫ দুপুরে মোস্তফা শেখ মাঠ থেকে বাড়ি ফেরার পথে রফিক শেখসহ পরিবারের অন্যান্য সদস্যরা লোহার হাসুয়া, চাপাতি ও রামদা দিয়ে তাকে হামলা করে গুরুতর আহত করে। পরে মোস্তফা শেখকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী চারঘাট সীমান্ত হতে ফেনসিডিল আটক

এই হত্যাকাণ্ডের পর ঘটনার সাথে যুক্ত আরও ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং: ১৩, চারঘাট থানা, ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০২/৩০৭/১১৪ পেনাল কোড)। হত্যার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।