নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ২:০৮। ৩১ অক্টোবর, ২০২৫।

রাকাবে ব্যাংকিং সেবা বিষয়ে মতবিনিময় সভা

অক্টোবর ৩০, ২০২৫ ৬:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “তারুণ্যের উৎসব–২০২৫” কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ব্যাংকিং সেবা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে।

বুধবার (৩০ অক্টোবর) রাজশাহী গ্রেটাররোড কাজীহাটা শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকাব রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মহব্বত আলী বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মানিলন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন অ্যান্ড ব্রাঞ্চ কন্ট্রোল ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক শিশির কুমার রায়, তরুণ উদ্যোক্তাবৃন্দ এবং শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

সভাটি সঞ্চালনা করেন শাখার ব্যবস্থাপক মাইফুল রাণী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।