স্টাফ রিপোর্টার : বাংলাদেশ এখন তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। এই বাংলাদেশের আগামীর কর্ণধার বর্তমান শিক্ষার্থীরা-যারা দক্ষ সংগঠক হিসেবেও নিজেদের প্রমাণ করেছে। সেই দক্ষ সংগঠকরাই আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিভাবক ও সাধারণ জনগণও মাঠে নেমেছিল, ফলে বিদায় নিতে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় রাজশাহীর নওহাটা পৌরসভার নওহাটা মহিলা কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ. রানা শেখের আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে মিলন বলেন, “আজ তোমরা যারা শিক্ষার্থী, আগামী দিনে তোমরাই দেশের হাল ধরবে। কেউ রাজনীতি করবে, কেউ সমাজ গড়বে। মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে-তারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছে।”
তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক আগেই পরামর্শ দিয়েছিলেন-যদি পরিবারে একটি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে বাড়ির আঙিনায় বা পতিত স্থানে একটি সেগুন গাছ রোপণ করতে। আজও সেই পরামর্শ প্রাসঙ্গিক।”
মিলন বলেন, “একটি দল বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের হাতে বেহেশতের টিকিট তুলে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছে। শুধু তাই নয়, তারা নানা প্রলোভনও দেখাচ্ছে। ঐসব ভণ্ড ও প্রতারক দলের কথায় বিভ্রান্ত না হয়ে ধানের শীষে ভোট দিন। কারণ বিএনপি শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায়।”
তিনি আরও জানান, বিএনপি যুবদলের মাধ্যমে দেশে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা নিয়ে কাজ করছে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন এবং তাদের সঙ্গে কলেজ মাঠে দুটি গাছ রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ. রানা শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক, মহানগর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি শহীদ হাজী, নওহাটা পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুবদল নেতা আবজাল পাটোয়ারী এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম।
এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

