নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:৪৬। ২ নভেম্বর, ২০২৫।

রাজশাহী এডিটরস ফোরাম নেতাদের সাথে বিএনপি নেতা মিলনের মতবিনিময়

অক্টোবর ৩১, ২০২৫ ৪:৩৭
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি রাজশাহীর উন্নয়নকে সবার আগে গুরুত্ব দেয়ার আহবান জানান। রাজশাহীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব দেন মিলন।

বৃহস্পতিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী এডিটরস ফোরাম নেতাদের সাথে মতবিনিময় করেন রাজশাহী-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল হক মিলন। তিনি রাজশাহীর প্রতিদিনকার সঠিক চিত্রের পাশাপাশি সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার জন্য স্থানীয় সংবাদপত্রগুলোর প্রসংশা করেন। তিনি বলেন, আমাদের সবার কাছে সবার আগে গুরুত্ব পাওয়া উচিৎ রাজশাহীর কথা, দেশের কথা। রাজশাহী অঞ্চলের মানুষ যাতে আগামী দিনে আরো বেশি ভালো থাকে এজন্য রাজনীতিবিদদের যেমন ভূমিকা রয়েছে, তেমনি সংবাদ কর্মীদেরর ভূমিকা রয়েছে। রাজশাহীর মানুষ বরাবরই শান্তিপ্রিয়, এখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বহুবছরের ঐতিহ্য। মাঝে এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা হয়েছে। কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পারিক সম্মানবোধের ঐতিহ্য নষ্ট হতে দেয়া উচিৎ না। মিলন বলেন, এ অঞ্চলের মানুষের সামাজিক বন্ধনও প্রসংশনীয়। বিগত সময়ে এসব ক্ষেত্রে কোনো বিচ্যুতি ঘটে থাকলে সেসবের পূনরুদ্ধারের দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে যেন এই অঞ্চলের মানুষের মঙ্গল করতে পারি সেটিই আমাদের চেষ্টা থাকতে হবে। রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের আন্তরিক ভূমিকা প্রত্যাশা করেন শফিকুল হক মিলন।

তিনি বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারলে যেমন এদেশ এগিয়ে যাবে। তেমনি, তা সম্ভব না হলে আমরা পিছিয়ে যাবো। আগামী জাতীয় নির্বাচন দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংবাদমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্ববান ভূমিকা প্রত্যাশা করেন মিলন।

মতবিনিময় সভায় রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।