নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:৩০। ১৯ আগস্ট, ২০২৫।

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী

জুলাই ৩০, ২০২৩ ৩:১৯
Link Copied!

বাগমারা প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”। এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজশাহীর বাগমারায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। রবিবার বেলা ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদ উদ্ধারসহ গ্রেপ্তার ৪

 

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, চেয়ারম্যান লুৎফর রহমান, মোজাম্মেল হক প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহ ঘিরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয় মৎস্য অফিসের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে জামায়াতে ইসলামীর যুব ও সুধী সমাবেশ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।