নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:০৬। ৫ নভেম্বর, ২০২৫।

বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাস সেরা, মানেন না রোনালদো

নভেম্বর ৫, ২০২৫ ৬:৫৬
Link Copied!

অনলাইন ডেস্ক : এক যুগেরও বেশি সময় ধরে প্রশ্ন উঠেছে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা। আর্জেন্টিনা ফরোয়ার্ড প্রায় তিন বছর আগে বিশ্বকাপ জিতে সেই প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন। কিন্তু রোনালদো মনে করেন না, ছয় বা সাত ম্যাচের একটি টুর্নামেন্ট দিয়ে কারও শ্রেষ্ঠত্ব সংজ্ঞায়িত করা যায়! পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ অর্জন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ জয়ী তারকা বললেন, বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাসের সেরা হবেন, এমনটা ভাবা ন্যয়সঙ্গত নয়।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বর্তমানে আল নাসরে খেলছেন। দলকে ট্রফি এনে দিতে না পারলেও গোলমুখের সামনে তিনি বেশ প্রাণবন্ত। কদিন আগে ক্যারিয়ার গোলের সংখ্যা সাড়ে নয়শ ছাড়িয়ে নিয়েছেন। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে শীর্ষ গোলদাতা রোনালদো।

সম্প্রতি ৪০ বছর বয়সী উইঙ্গার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে এক বিশদ সাক্ষাৎকার দিয়েছেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হবে। তার আগে এই সাক্ষাৎকারের ট্রেলার প্রচার হয়েছে।

সেখানে রোনালদো বলেছেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়।’

বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার নির্ধারণ করার পক্ষে নন তিনি, ‘এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ন্যায়সঙ্গত মনে করেন?’

সেই পুরানো প্রশ্ন আবারো শুনতে হলো রোনালদোকে? মেসি নাকি তিনি সেরা? ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতা এবং রেকর্ড ১৪ গোল করা সিআরসেভেন এনিয়ে কোনও তর্কে যেতে চান না, তার সাফ কথা, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি তা মানি না, আমি বিনয়ী হতে চাই না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।