নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৫৬। ৮ নভেম্বর, ২০২৫।

সাংবাদিক জুয়েল আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

নভেম্বর ৭, ২০২৫ ৭:২৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: শুক্রবার ৭ নভেম্বর শেখের চর পাচানি মাঠ জামে মসজিদে প্রয়াত সাংবাদিক জুয়েল আহমেদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এর আয়োজন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব আরিফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় সভাপতি হুমায়ুন কবীর, বিভাগীয় সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম পারভেজ জিম ও সদস্য সাহিনসহ বিভাগী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম।

দোয়া পরবর্তীতে প্রয়াত সাংবাদিক জুয়েল আহমেদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় ও পরিবারের জন্য কিছু খাদ্যসামগ্রী উপহার প্রদান এবং তাদের পাশে থাকার আশ্বস্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

প্রয়াত সাংবাদিক জুয়েল আহমেদ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির বিভাগীয় উপদেষ্টা হিসেবে দ্বায়িত্বরত ছিলেন।

সাংবাদিক জুয়েল আহমেদ গত ২৫ অক্টোবর হার্ট এট্যাক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।