নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৮:১৩। ৮ নভেম্বর, ২০২৫।

মরিচ ছিটিয়ে ডাকাতির চেষ্টা, নারীকে ২৫ সেকেন্ডে ২০ থাপ্পড় দোকানির

নভেম্বর ৮, ২০২৫ ৫:০৪
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটে স্বর্ণ দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করেছেন এক নারী। ওই সময় নারী ডাকাততে শায়েস্তা করতে ২৫ সেকেন্ডের মধ্যে ২০ বার থাপ্পড় মারেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৩ নভেম্বর এ ঘটনা ঘটে। ডাকাতি চেষ্টার ঘটনার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে সম্প্রতি এটি ভাইরাল হয়।

ওই ডাকাত তার মুখ দোপাট্টা দিয়ে ঢেকে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। এর কয়েক মুহূর্ত পরই দোকানির চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন তিনি। দোকানি বিষয়টি বুঝতে সঙ্গে সঙ্গে ওই নারীকে ধরে একের পর এক চড় দিতে থাকেন।

এনডিটিভি জানিয়েছে, মরিচের গুঁড়া ওই দোকানির চোখে লাগেনি। তাই ভয়াবহ ডাকাতি থেকে তিনি বেঁচে যান। ঘটনা বুঝতে পেরে নারীকে থাপ্পড় মারতে মারতে বাইরে নিয়ে যান তিনি।

পুলিশ জানিয়েছে, ডাকাতি চেষ্টার শিকার হলেও দোকানি কোনো ধরনের মামলা করেননি। তবে পুলিশ স্ব-উদ্যোগে সিসিটিভির ফুটেজ দেখে নারী ডাকাতকে শনাক্তের চেষ্টা করছে।

আহমেদাবাদ পুলিশ মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে এক পোস্টে লিখেছেন, “এই ঘটনায়, দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তারা দুইবার দেখা করেছেন। কিন্তু তিনি আনুষ্ঠানিক কোনো মামলা করতে চান না। তা সত্ত্বেও পুলিশ নিজে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।”

দোকানি কেন মামলা করতে চাচ্ছেন না সেটি স্পষ্ট করে জানায়নি পুলিশ।
সূত্র: এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।