নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:৫৬। ৮ নভেম্বর, ২০২৫।

বদলে যাচ্ছে মেসি বনাম ইয়ামালদের ফিনালিসিমার সূচি

নভেম্বর ৮, ২০২৫ ৭:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ২০২৬ সাল বিশ্বকাপের বছর। ৪৮ দল নিয়ে এই মহাযজ্ঞ শুরু হবে জুনে। তার আগে আরেকটি হাইভোল্টেজ ম্যাচ হবে একই বছরের মার্চে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে বর্তমান ইউরোপ সেরা স্পেনের।

এই ম্যাচে নিশ্চিতভাবে আলো থাকবে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের ওপর। বর্তমান সময়ের টিনএজ সেনসেশন ইয়ামাল নাকি বিশ্ব সেরা মেসি দ্যুতি ছড়াবেন, সেটি দেখার প্রতীক্ষায় ফুটবল ভক্ত-সমর্থকরা।

২০২২ সালের বিশ্বকাপ ট্রফি যে দোহার লুসাইল স্টেডিয়ামে হাতে নিয়েছিলেন মেসি, সেখানেই ম্যাচটি হবে। আগামী বছরের ২৮ মার্চ শনিবার ছিল এই ম্যাচের প্রাথমিক সূচি। দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে ম্যাচটি একদিন এগিয়ে নেওয়ার কথা ভাবছে ফিফা।

অবশ্য এখনো স্পেন বিশ্বকাপ নিশ্চিত না করায় এই ফিনালিসিমা হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ‘ই’ গ্রুপ থেকে যদি তাদের প্লে অফ খেলতে হয়, তাহলে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ বাতিল হতে পারে কিংবা আরো পেছানো হতে পারে। কারণ মার্চেই হবে প্লে অফ।

ফিনালিসিমা মূলত চালু করা হয় ১৯৮৫ ও ১৯৯৩ সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে। শেষবার এই ট্রফি জিতেছিলেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এরপর ফিনালিসিমার প্রথম সংস্করণেও শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে নিজেদের দীর্ঘ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আক্ষেপ ঘোচানোর আগেই ওই বছরের জুনে ইতালিকে ৩-০ গোলে ফিনালিসিমায় হারায় লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দল। ফিনালিসিমার আসন্ন সংস্করণের ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয় গত মে মাসে হওয়া ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।