নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:৪২। ৯ নভেম্বর, ২০২৫।

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী হতাহত

নভেম্বর ৯, ২০২৫ ১২:১৬
Link Copied!

মনির হোসেন, বেনাপোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ির মোড়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক শার্শা উপজেলার বাগআঁচড়া বাঘুড়ি গ্রামের কবির হোসেনের ছেলে হাসান (২১)ও আহত স্ত্রী প্রিয়াংকা (১৯) বর্তমানে যশোর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গদখালী মঠবাড়ির মোড়ে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে নেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত প্রিয়াংকার অবস্থা আশঙ্কামুক্ত। দুর্ঘটনাকারী ট্রাকটি পারিয়ে গেছে বলে জানিয়েছেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহাসিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।