নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:৪০। ১০ নভেম্বর, ২০২৫।

কর্মসংস্থান তৈরি করতে নারীদের মধ্যে জামায়াতের সেলাই মেশিন বিতরণ

নভেম্বর ১০, ২০২৫ ৭:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়তে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যেগে কর্মসংস্থান তৈরির লক্ষে নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়ছে। সোমবার বিকেলে রাজশাহী মহানগরী জামায়াতের কার্যালয়ে ১৩ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যানে কাজ করে। সুন্দর ন্যায় ও সমতার একটি সমাজ গড়ার স্বপ্ন নিয়ে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। মানুষের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে এই রাষ্ট্রের কল্যানের কাজ করার জন্য আমরা সুযেগ পেলে এ দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ও জাময়াতে ইসলামী মনোনিত রাজশাহী সদর-২ আসনের এমপি প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর,সমাজকল্যান সম্পাদক কামরুজ্জামান সোহেল, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।