নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৪০। ১১ নভেম্বর, ২০২৫।

চারঘাটে বিএনপির জনসভায় চাঁদ: ‘ভোটের অধিকার ফেরাতে জনগণ প্রস্তুত’

নভেম্বর ১১, ২০২৫ ৭:২০
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় সরদহ ইউনিয়নের ঝিকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সরদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন।

আরও পড়ুনঃ  সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। আজকের এই আন্দোলন কেবল নির্বাচনের জন্য নয়, এটি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ভোটের অধিকার ফেরাতে জনগণ প্রস্তুত আছে আমাদের সাথে। চারঘাট-বাঘার মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমরা ক্ষমতায় এলে জনগণের অধিকার নিশ্চিত করব, উন্নয়নের সুযোগ পৌঁছে দেব প্রতিটি ঘরে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ ও পানীয় জল—সব মৌলিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে। আমাদের লক্ষ্য জনগণকে স্বাভাবিকভাবে তাদের অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া, যাতে দেশের উন্নয়ন সব পর্যায়ে ছড়িয়ে পড়ে।”

আরও পড়ুনঃ  পদ্মা নদীতে ডুবে আড়াই বছরের শিশুর করুণ মৃত্যু

বিশেষ অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, “বিএনপি গণমানুষের দল। আমরা ধর্মের নামে রাজনীতি করি না, মানুষের অধিকারের রাজনীতি করি। জামায়াতের মতো ধর্মভিত্তিক রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করার যুগ শেষ। দেশের মানুষ এখন বুঝে গেছে—ধর্মের আড়ালে যারা ক্ষমতা চায়, তারা জনগণের কল্যাণ চায় না। বিএনপি কারও বিরুদ্ধে নয়, বরং সকল দেশপ্রেমিক ও গণতন্ত্রপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ করতে চায়। এ লড়াই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার লড়াই।”

আরও পড়ুনঃ  রাকসুর সম্মাননা স্মারক পেলেন সাবেক ভিপি রিজভী

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেল আলী ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হাসান মাসউদ, চারঘাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরেফীন কনকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।