নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:২৫। ১১ নভেম্বর, ২০২৫।

‘শুটিংয়ে ফিরে সংলাপ বলতে পারব কি না ভয় পাচ্ছিলাম’

নভেম্বর ১১, ২০২৫ ৮:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। গত ৩ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। অসুস্থতা কাটিয়ে আবার কাজে ফিরেছেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। কিছু দিন আগে সায়ন্তনী ‘রান্নাঘর’ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থতার পরে শুটিংয়ে ফিরতে প্রথমে ভয়ই পাচ্ছিলেন অভিনেত্রী। সেটের সবার থেকে খুবই সহযোগিতা পেয়েছিলেন। তাই সুবিধা হয়েছিল তার।

সায়ন্তনী বলেন, ‘এত বড় ব্রেন স্ট্রোকের পর ফ্লোরে সংলাপ বলতে পারব কি না ভেবেই ভয় করছিল। তবে এসভিএফ-এর সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। তাদের অনেক ধারাবাহিকে আমি কাজ করেছি, সবাই আমার চেনা। তাই ভয়ে পেলেও সবাই সাহস জুগিয়েছে।’

প্রসঙ্গত, ৩১ আগস্ট তিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের শুটিং শেষ করেন। এরপর ছুটিতে স্বামীর সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছিলেন। ৩ সেপ্টেম্বর অন্যান্য দিনের মতো সকালেও তিনি ‘ওয়ার্কআউট’ করেছিলেন। কিন্তু এরপরই হঠাৎ শরীরে অস্বস্তি শুরু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।