নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১১:৩৩। ১১ নভেম্বর, ২০২৫।

তানোর থানা, ভূমি অফিসসহ স্কুল পরিদর্শনে রাজশাহী জেলা প্রশাসক

নভেম্বর ১১, ২০২৫ ৮:৩২
Link Copied!

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর থানা, ভূমি অফিস বালিকা উচ্চ বিদ্যালয় ও তানোর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব প্রতিষ্ঠানে সরেজমিন গিযে পরিদর্শন করেন।

স্কুল পরিদর্শনকারে তিনি বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। বিদ্যালয়ের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, তানোর সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন ।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক মন্ডল,তানোর পৌরসভা ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিল ও তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাবিবুর রহমান,তানোর পৌর ৫নং ওয়ার্ড সভাপতি সমসের সরকার আঃ লতিব সরকারসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।