স্টাফ রিপোর্টার : বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে, সমতা নারী কল্যাণ সংস্থা ও পরিবর্তনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীর নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা।
বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়লে তাদের সক্ষমতা ও নেতৃত্বের ক্ষেত্র আরও প্রসারিত হবে।
মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) মতিনউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা (আবাসন) ফেরদৌস রাবেয়া, সমতা নারী কল্যাণ সংস্থার পরিচালক নজরুল ইসলাম, পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) অ্যাডভোকেট দিলশাদ আরা চুন্নি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সদস্যরা।

