নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:৪৯। ১২ নভেম্বর, ২০২৫।

বাঘা পৌর মার্কেটে দুধর্ষ চুরি নৈশপ্রহরীসহ গ্রেফতার ৫

নভেম্বর ১২, ২০২৫ ৬:৫৭
Link Copied!

মোহা: আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘা পৌর মার্কেটে এক মুদি দোকান দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা দেখে চুরির মালামাল উদ্ধারসহ নৈশপ্রহরীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
সোমবার (নভেম্বর১০-২৫) দিবাগত রাতে বাঘা পৌর মার্কেটে “মুনির এন্ড ব্রাদার্স” চুরির এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত শুক্রবার “মুনির এন্ড ব্রাদার্স” এর পাশের দোকানের সিসি ক্যামেরার ফুটেজে চোরদলের কৌশল এবং সদস্যদের পরিচয়ের কিছু আলামত ধরা পড়ে। ঘটনার বর্ণনায় জানা যায়, গত সোমবার দিবাগত রাতে চার-পাঁচজনের একটি চোরদল দোকানের সামনে উপস্থিত হয়। ফুটেজে দেখা গেছে-পেছন থেকে একজন প্লাস্টিকের বস্তা দিয়ে সিসি ক্যামেরা ঢেকে দেয়; পরে নকল চাবি ব্যবহার করে তালা খোলে ভেতরে প্রবেশ করে এবং দ্রুত দোকানের পণ্যগুলো নিয়ে চলে যায় তারা। চুরির পর আবার তালা ঠিক করে রেখে যায় বলে দোকানদার জানান।

“মুনির এন্ড ব্রাদার্স” এর মালিক মনির হোসেন জানান, তিনি সোমবার রাত সাড়ে ১০টায় দোকানের শাটার নামিয়ে তালা লাগিয়ে বাড়ি যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় দোকানের তালা খুলে শার্টার তুলে ভেতরে প্রবেশ করে দেখেন, তার দোকানে বিভিন্ন পণ্য চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। তিনি খবর পেয়ে বাঘা থানায় লিখিত অভিযোগ করেন। উল্লেখ পাশের দোকানের সিসি ফুটেজ বিশ্লেষণে চুরির সময়ের দৃশ্য মিলেছে। ধারণা করা হচ্ছে চোর দল সিসি ক্যামেরা ঢেকে অন্ধকার সুবিধা নিয়ে চুরি করলে মালিক বুঝবে না। এজন্য তারা এমন কৌশল অবলম্বন করেছে।

ব্যবসায়িরা জানান, বাঘা বাজারে ৬ জন নৈশ প্রহরী রয়েছে। তার পরেও এ ধরনের চুরির ঘটনা ব্যবসায়িদে মধ্যে আতংক সৃষ্টি করেছে। এবিষয়ে বাঘা বাজার পাহারার টিম লিডার তাহাজ্জত হোসেন চুরির বিষয়ে কিছু জানেন না বলে দাবি করে বলেন, ওইদিন আমি সন্ধ্যা ৬ টায় বাজারে যায় এবং সকাল ৬ টায় বাড়ি আসি।

বাঘা বাজার কমিটির আহ্বায়ক আব্দুর রহমান এছা জানান, চুরির সঙ্গে জড়িত কোন ব্যক্তি ছাড় পাবেনা।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, দোকান মালিকের করা অভিযোগের প্রেক্ষিতে চোরদলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।