নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:৩৩। ১২ নভেম্বর, ২০২৫।

র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের দাপট

নভেম্বর ১২, ২০২৫ ৮:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক : আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের জয়জয়কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্যের পর শ্রীলঙ্কাকেও ওয়ানডে সিরিজের হারিয়ে শুরু করেছে তারা। তার ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের বিপক্সে ৬ রানের জয়ে সালমান আগা ৮৭ বলে ১০৫ রান এবং হুসেইন তালাত ৬৩ বলে ৬২ রান করে অবদান রাখেন। ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে সালমান বড় লাফ দিয়েছেন।

সালমান ক্যারিয়ার সেরা ৬৩৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৬তম। পাকিস্তানের আরেক তারকা সাইম শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটি করেন। তাতে ১৮ ধাপ এগিয়ে তিনি যৌথভাবে ৩৫তম স্থানে।

এশিয়া কাপ ফাইনালের পর কেবল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন হারিস রউফ। চার উইকেট নিয়ে শ্রীলঙ্কা বধে ভূমিকা রাখেন। বোলিং র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম তিনি।

পাকিস্তানের আরেক বোলার লেগ স্পিনার আবরার আহমেদ ১৭ ধাপ লাফ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়নাডেতে ২৭ রান খরচায় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ খেলছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই ফিফটি ছাড়ানো ইনিংস খেলেন। ব্যাটিং র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম তিনি।

শ্রীলঙ্কার ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট ও বল হাতে চমৎকার করেন। ৫৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি এবং লোয়ার অর্ডারে ৫৯ রান আসে তার ব্যাটে। তাতে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে এই শ্রীলঙ্কান। বোলিং র‌্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে নবম স্থানে তিনি। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তিনি সেরা দশের মধ্যে আছেন।

এদিকে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অফফর্মে আছেন। র‌্যাংকিংয়েও নামতে হয়েছে তাকে। দুই ধাপ নেমে সপ্তম স্থানে তিনি। গতকাল ২৯ রানে আউট হন বাবর। তাতে ছয় বছরে প্রথমবার ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের বাইরে যেতে হলো তাকে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর এদিনের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।