অনলাইন ডেস্ক : শয়তানের নিশ্বাস প্রয়োগ করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা ৩৮ মামলার আসামি তানিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তানিয়ার কাছ থেকে তিন ভরি ছয় আনা স্বর্ণালংকার, স্বর্ণালংকার বিক্রির নগদ ৯ লাখ ১ হাজার ৮৪০ টাকা, একটি প্রাইভেটকার, একটি স্বর্ণ মাপার ডিজিটাল মেশিন, ইমিটেশনের গয়না ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ নভেম্বর সন্ধ্যায় রূপনগর এলাকার জনৈক বেলাল হোসেনের স্ত্রী নাসিমা আক্তারের সঙ্গে গ্রেপ্তার হওয়া তানিয়ার পরিচয় হয়।
একপর্যায়ে তানিয়া কৌশলে নাসিমার বাসার ভেতরে প্রবেশ করে কথা বলতে থাকেন। কথা বলার একপর্যায়ে তানিয়া তার ব্যাগ থেকে শয়তানের নিশ্বাস (স্কোপোলামিন জাতীয় কেমিক্যাল) নাসিমা আক্তারের নাকের কাছে ধরেন। এতে নাসিমা অচেতন হয়ে পড়লে তার ব্যবহৃত ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে তানিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় বাদী বেলাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে রূপনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়। সেই মামলায় তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

