নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:২৯। ১৪ নভেম্বর, ২০২৫।

যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল: মির্জা ফখরুল

নভেম্বর ১৩, ২০২৫ ১১:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায়, ততই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পিআর এখনো আমাদের দেশের সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব এটা আমাদের দেশের সাধারণ মানুষ কিছুই বুঝে না।

বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার সুযোগ করে দিয়েছেন গণতন্ত্রকে। এই প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি।

গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।