নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৭:৫০। ১৪ নভেম্বর, ২০২৫।

পুঠিয়ায় বিএনপির নির্বাচনী আলোচনা সভা ও র‌্যালি

নভেম্বর ১৪, ২০২৫ ৫:২৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বানেশ্বর ইউনিয়নের নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩নভেম্বর) বিকাল ৪:৩০টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মুড়ি মিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বানেশ্বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোঃ হযরত আলী সরকারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি মিডিয়া সেল ও কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।

এছাড়া উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (দুলাল), বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন(আলম), আজিজ মেম্বার, জুলফিকার রহমান ভুট্রু, আব্দুল মজিদ, রুপস সরকার, রাসেল সরকার প্রমুখ্য। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে নির্বাচনী প্রস্তুতি ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনা সভা শেষে একটি শান্তিপূর্ণ র‌্যালি বের হয়, যা মুড়ি মিল থেকে শুরু হয়ে বানেশ্বর বাজার ও ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মুড়ি মিলে গিয়ে শেষ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।