জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ‘আমার মন চায় প্রত্যেকটা মানুষ তার ঘরের দরজা খুলে ঘুমাবে, প্রতিটা মানুষ এই রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করবে, ওপেন টাকার বস্তা নিয়ে ঘুরবে, আমি ওরকম ফরিদপুর-৪ কে গড়তে চাই যে চার (ফরিদপুর-৪) হবে সবচেয়ে নিরাপদ’ বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (স্বতন্ত্র) স্থপতি মুজাহিদ বেগ। রোববার সন্ধ্যায় (১৬ নভেম্বর) ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে (নিলখী রোড আলী আকবর মোড়) আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমি প্রতিটি এলাকায় পরিচিত হতে চাই মানুষের জন্য কল্যাণকর কাজ দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে। প্রতিটি এলাকায় আমি কল্যাণমুখী কাজ নিয়ে গিয়েছি। আমি আপনাদের গোলাম হয়ে থাকতে চাই, চাকর হয়ে থাকতে চাই।
স্থানীয় যুবকদের আয়োজিত এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন সরোয়ার মোড়ল, কোহেল হাওলাদার ও আহাদ হাওলাদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মানিকদহ ইউনিয়নের ব্যবসায়ী মুক্তার মাতুব্বর, আব্দুল কুদ্দুস মেম্বার, টিটু মুন্সী, মাহফুজ আহমেদ, যুব নেতা আল-আমীন প্রমুখ।

