নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১:১৫। ১৮ নভেম্বর, ২০২৫।

সুখবর পেল পাকিস্তান

নভেম্বর ১৭, ২০২৫ ৯:২০
Link Copied!

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ৩ ম্যাচের এই সিরিজের সবকটি ম্যাচ জিতে র‍্যাংকিংয়েও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পাকিস্তান।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান। সবমিলে এখন অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা।

শ্রীলঙ্কা সিরিজে তিন ম্যাচেই দাপট ছিল পাকিস্তানের। প্রথম ওয়ানডেতে সালমান আলি আগার সেঞ্চুরিতে ৩০০ রানের পুঁজি পায় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে বাবরের সেঞ্চুরিতে ২৮৯ রানের লক্ষ্য সহজে তাড়া করে পাকিস্তান। শেষ ওয়ানডেতে বাবর ও রিজওয়ানের ফিফটিতে জয় পায় তারা।

সবশেষ হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১০৫। তবে অবস্থানের পরিবর্তন হয়নি তাদের। এখনো চার নম্বরে রয়েছে পাকিস্তান।

শীর্ষে থাকা ভারতের রেটিং ১২২। দুই নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১২ এবং তিনে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০৯। পাঁচে শ্রীলঙ্কা, রেটিং ১০০। ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা, সাত নম্বরে আফগানিস্তান ও আট নম্বরে আছে আফগানিস্তান। নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, ১০ নম্বরে আছে বাংলাদেশ (রেটিং ৭৬)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।