স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে পুকুরে মাছ ধরতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জোসনা বিবি (৫৫) নামের এক অসহায় বিধবা নারীর গলায় হাসুয়া ঠেকিয়ে হত্যার হুমকি ও তাঁর পুকুরপাড়ের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় চার প্রভাবশালীর বিরুদ্ধে। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন আগে স্বামী হারিয়ে একাই জীবনযাপন করছেন জোসনা বিবি। সকালে তিনি নিজের পুকুরে চার ব্যক্তি মাছ ধরতে নেমে পড়লে নিষেধ করেন। এ সময় হান্নান, মান্নান, গোলাপ ও বাবু নামের চারজন তাঁকে মারধরের হুমকি দেন এবং গলায় হাসুয়া ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখান। পরে তারা পুকুরপাড়ের বেশ কয়েকটি আমগাছ কেটে ফেলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জোসনা বিবি বলেন, “আমি নিষেধ করতেই তারা ক্ষুব্ধ হয়ে আমার গলায় হাসুয়া ধরে ভয় দেখায়। এরপর আমার পুকুরপাড়ের আমগাছগুলো কেটে ব্যাপক ক্ষতি করেছে। এখন আমি খুব আতঙ্কে আছি। আমার প্রাণের নিরাপত্তা চাই এবং দোষীদের শাস্তি চাই।”
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার পর ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

