অনলাইন ডেস্ক : দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০তম ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। যদিও টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার নিজেও বিশ্বাস করেননি যে, তিনি এই মাইলফলক স্পর্শ করতে পারবেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে আজ সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। সেখানে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ! এটা তো আসলে আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারি না… বিশেষ করে একজন বাংলাদেশি ক্রিকেটার ১০০ টেস্ট খেলবে। তো এটা সত্যিই অনেক বড় অর্জন।’
‘শুধু আমার হয়েছে জন্য বলছি না। যে কোনো দেশের, যে কারও জন্য এটা গর্বের মুহূর্ত। অবশ্যই ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি।’-যোগ করেন তিনি।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মাইলফলক ছোঁয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মনে করছেন মুশফিক। নিজের অবসরের আগে তরুণদের তৈরী করে রেখে যেতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
মুশফিক বলেন, ‘আমার ওপর দায়িত্বটা এখন অন্যরকম বেশি। সেটা চেষ্টা করব। আর যে কয়টা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি। আর এর সঙ্গে যেন আমি (অবসরে) যাওয়ার পরেও ড্রেসিং রুমে যেন এক-দুইজন ক্রিকেটার দিয়ে রেখে যেতে পারি, যাতে সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ।’

