স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানার শিতলাই এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র দামকুড়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: শুভ ইসলাম (২৫), রাজশাহীর নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার মো: শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শুভ শিতলাই এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে দামকুড়া থানা পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে শুভকে আটক করে। পরে তাকে তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

