নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৫:০৬। ২১ নভেম্বর, ২০২৫।

নিলামে খেলোয়াড় কিনতে চায় না আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজি

নভেম্বর ২১, ২০২৫ ৪:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বরের মিনি নিলামে নতুন করে দল গোছাতে চাইছে আইপিএলের অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টসের মতো দলগুলো এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে। পাঞ্জাব সুপার কিংস কর্তৃপক্ষ অবশ্য আসন্ন নিলাম নিয়ে চিন্তিত না। দলের অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানিয়েছেন, এবারের নিলাম তাদের কাছে নিয়মরক্ষা ছাড়া কিছু নয়।

আগামী ডিসেম্বরের ১৫ অথবা ১৬ তারিখ আবুধাবিতে হতে পারে আইপিএলের নিলাম। পাঞ্জাব কর্তৃপক্ষের হাতে রয়েছে ১১ কোটি ৫০ লাখ রুপি। আরও চার জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে তাদের। কিন্তু আগামী নিলামে কোনো ক্রিকেটার কিনতে ইচ্ছুক নয় ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করেছে পাঞ্জাব। কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে রিকি পন্টিংকে। গতবারের মেগা নিলামে ভারসাম্যযুক্ত দলও তৈরি করেছে পাঞ্জাব। কর্তৃপক্ষ মনে করছেন, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা তৈরি করেছেন। তাই অকারণে দলে পরিবর্তন চাইছেন না তারা।

সংবাদ সংস্থা পিটিআইকে ওয়াদিয়া বলেছেন, ‘সত্যি বলতে আমাদের এবারের নিলামে যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। হয়তো আমরা আরও একটু শক্তিবৃদ্ধির চেষ্টা করব।’ তিনি আরও বলেছেন, ‘গত বছর জেদ্দার নিলামটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং আইয়ার দু’জনে একসঙ্গে কাজ করছে। আমাদের অন্য সাপোর্ট স্টাফরাও দারুণ। সব মিলিয়ে আমরা বেশ স্বস্তিকর অবস্থায় রয়েছি।’

গ্লেন ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডারকে এবার ছেড়ে দিয়েছে পাঞ্জাব কর্তৃপক্ষ। আগামী মৌসুমে পাওয়া যাবে না বলে ছেড়ে দেওয়া হয়েছে জশ ইংলিসকেও। এ ছাড়া প্রবীণ দুবে, কুলদীপ সেন, বিষ্ণু বিনোদকে ছেড়ে দেওয়া হয়েছে। এই তিন ক্রিকেটার অবশ্য গত মৌসুমে প্রথম একাদশে ছিলেন না। তবুও নতুন ক্রিকেটার নেওয়ার আগ্রহ নেই পাঞ্জাব কর্তৃপক্ষের।

ওয়াদিয়া বলেছেন, ‘আমাদের আসল লক্ষ্য এখনও পূরণ হয়নি। আমরা আইপিএল চ্যাম্পিয়ন হতে চাই। গত মৌসুমে আমরা ভালো পারফর্ম করেছি। এ বারও তেমন পারফর্ম করতে চাই আমরা। ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের। কারণ চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে ভালো কিছু হতে পারে না।’

দলের শক্তি, ভারসাম্য নিয়ে খুশি ওয়াদিয়া। অকারণ রদবদল করে দলের পরিবেশ পরিবর্তন করতে চাইছেন না তিনি। আইপিএলের আগামী নিলামে কোনও ক্রিকেটারের জন্য ঝাঁপাতে চান না তারা। নিয়ম নেমে নিলামে অংশগ্রহণ করবেন। প্রথম একাদশে আসতে পারেন, এমন কোনো ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা থাকলে তবেই তাকে নেওয়ার চেষ্টা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন পাঞ্জাবের অন্যতম কর্ণধার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।