নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:৩৩। ১০ নভেম্বর, ২০২৫।

আরএমপির বিদায়ী কমিশনারকে সংবর্ধনা

আগস্ট ২, ২০২৩ ৪:৪৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আনিসুর রহমানকে সংবর্ধনা জানানো হয়েছে। আরএমপির পক্ষ থেকে বুধবার তাকে সংবর্ধনা জানানো হয়। সকালে আরএমপির পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী। এ সময় তিনি বলেন, ‘আমি আরএমপির কমিশনার হিসেবে সাতমাস দায়িত্ব পালন করলাম। আরএমপির সকল সদস্যের একান্ত সহযোগিতা, পেশাদারিত্বের মনোভাব ও নিষ্ঠার কারণে সব দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নজরুল ইসলাম, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. গোলাম মাওলাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।