নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৪৫। ২ ডিসেম্বর, ২০২৫।

রাবিতে আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন

ডিসেম্বর ২, ২০২৫ ৭:৪৬
Link Copied!

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ৪৬তম আন্তঃ কলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৭টি হল অংশগ্রহণ করছে। এর মধ্যে ৬টি মেয়েদের হল এবং ১১টি ছেলেদের হল।

আরও পড়ুনঃ  হংকংয়ে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১২৮

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “খেলাধুলা যেমন শারীরিক গঠন সুস্থ রাখতে সহায়তা করে, তেমনি শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। শিক্ষাজীবনেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ নিয়মিতভাবেই শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে বিভিন্ন ক্রীড়া কার্যক্রমের আয়োজন করে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীর সীমান্ত হতে ফেনসিডিল, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (প্রশাসন); প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (শিক্ষা); প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ; এবং মোসা. রোকসানা বেগম, পরিচালক (ভারপ্রাপ্ত), শরীরচর্চা শিক্ষা বিভাগ।

আরও পড়ুনঃ  কোন সন্ত্রাসী অপরাধ করে পার পাবে না : মতবিনিময় সভায় নবাগত এসপি

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথলেটিক্স ও অ্যাকুয়াটিক্স সাব-কমিটি ২০২৫–২৬ এর সভাপতি ও ফিশারিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান।প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে চলমান রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।