নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ৯:১৭। ১০ নভেম্বর, ২০২৫।

ফায়ার সার্ভিসের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন

আগস্ট ৫, ২০২৩ ৮:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।

শ্রদ্ধাঞ্জলী অর্পনের সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার আবু সামা, বিভাগীয় কারিগরি কারখানা রাজশাহী বিভাগ রাজশাহীর ফোরম্যান আব্দুল আওয়াল, স্টেশন অফিসার লতিফুর বারী। এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের ওয়ার হাউজ ইন্সপেক্টর, লিডার, ফায়ার ফাইটার সহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।