নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:০২। ২২ আগস্ট, ২০২৫।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত তরুণের মৃত্যু

আগস্ট ৯, ২০২৩ ৫:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সৈকত নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ডেঙ্গু ওয়ার্ডে ওই তরুণের মৃত্যু হয়।

ওই তরুণ ঢাকা থেকে এসে গত সোমবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে বাসিন্দা।

আরও পড়ুনঃ  রাজশাহীর বেঙ্গল বেকারিকে জরিমানা

এর আগে সোমবার আইয়ুব আলী (৪০) নামে এক কৃষক মারা যায় ডেঙ্গু ওয়ার্ডে। তাঁর বাড়িও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে। তিনিও ঢাকা থেকে এসেছিলেন। এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে তিনজনের মৃত্যু হলো।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে ডেঙ্গুতে দুই রোগীর মৃত্যু

রামেক হাসপাতালে পরিচালক এফ এম এ শামীম আহমেদ বলেন, ঢাকা থেকে আসা সৈকতকে আগের দিন সোমবার ভর্তি করা হয়েছিল। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

শামীম আরও জানান, বর্তমানে হাসপাতালে ৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী আছে ৫০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৬ জন। চলতি বছর মোট রোগী ভর্তি হয়েছে ৪৭৩ জন।

আরও পড়ুনঃ  অবৈধভাবে মজুত ১৭৪ বস্তা সার জব্দ, পরে সরকারি মূল্যে বিক্রি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।