নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:০৩। ১৪ জানুয়ারি, ২০২৬।

নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৯

জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৫৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  কোহলির সেঞ্চুরি হাতছাড়া, জয়ে শুরু ভারতের

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ সংঘটন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ৩টি মামলার এক আসামিকে মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: আহসান হাবিব (৪১)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি। তার পিতার নাম মো: মনসুর আলী এবং তিনি রাজশাহী নগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার বাসিন্দা।

এছাড়াও বিশেষ অভিযানের অংশ হিসেবে আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৮ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৫ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ২৬

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।