নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:৩৬। ১৫ জানুয়ারি, ২০২৬।

বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন মিলছে রামেক হাসপাতালে

জানুয়ারি ১৫, ২০২৬ ২:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাওয়া যাচ্ছে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ বিনামূল্যে জলাতঙ্কের এই ভ্যাকসিন রোগীদের সরবরাহ করছে।

জানা গেছে, গত ১৮ ডিসেম্বর থেকে সরকারিভাবে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভ্যাকসিন না পেয়ে ফিরে যেতে হয়। একদিকে, হাসপাতালে ভ্যাকসিন নাই। অন্যদিকে, বাইরের দোকানগুলোতেও পাওয়া যায়নি এই রোগের ভ্যাকসিন। এতে করে এক ধরনের বেকায়দায় পরেন রোগী ও তাদের স্বজনরা।

আরও পড়ুনঃ  বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালে নিয়মিত বিনামূল্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ করা হয়। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ২৭০ থেকে ২৮০ জন রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নেয়। সেই হিসাব করলে প্রতিমাসে প্রায় সাড়ে ৮ হাজার পিস ভ্যাকসিন রোগীদের জন্য প্রয়োজন পরে। নগরীর লক্ষ্মীপুরের ওষুধের দোকানীরা জানায়, জলাতঙ্কের ভ্যাকসিনের এক ভাওয়ালের দাম ৪০০ টাকা।

আরও পড়ুনঃ  ১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি, এখনও জলাতঙ্কের ভ্যাকসিন আসেনি। তবে গত সোমবার (১২ জানুয়ারি) থেকে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যাগে বাইরের একটি কোম্পানির জলাতঙ্কের ভ্যাকসিন কিনে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন হাসপাতালের চাহিদা ২৭০ থেকে ২৮০ টি ভ্যাকসিনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।