নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৮:১৩। ১৬ জানুয়ারি, ২০২৬।

নিরাপদ খাদ্য বিষয়ে পুঠিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জানুয়ারি ১৫, ২০২৬ ১১:০১
Link Copied!

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : নিরাপদ খাদ্য বিষয়ে পুঠিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার(১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার পি এন সরকারি উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী জেলা আয়োজনে এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, হাফিজ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইয়ামিন হোসেন। তিনি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার জব্দ

আলোচনা শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপদ খাদ্য গ্রহণ ও ভেজাল খাদ্য পরিহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।