স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে থানা লুটের ঘটনায় খোয়া যাওয়া শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে সিপিএসসি, র্যাব-৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২২ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে র্যাব-৫ এর সিপিএসসি একটি আভিযানিক দল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যাগগুলো তল্লাশি করে থানা থেকে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি, পুলিশের পোশাকের দুই সেট, দুটি জোড়া বুট, দুটি বেল্ট, একটি ক্যাপ এবং ছয়টি র্যাংক ব্যাজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, থানা থেকে লুটকৃত সকল অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর তৎপরতা অব্যাহত রয়েছে।
