স্টাফ রিপোর্টার: আগামী মাসে রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২ ও ৩ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত আলাদা দুটি চিঠিতে জানানো হয়েছে।
চিঠিতে রাজশাহী মহানগর ও জেলা শাখা যুবলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শাসস পরশ সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন বলে চিঠিতে জানানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।