নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৫:০৭। ৩০ জানুয়ারি, ২০২৬।

বিশ্বকাপ না থাকায় ক্রিকেটারদের নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প

জানুয়ারি ২৯, ২০২৬ ৯:২৩
Link Copied!

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশ অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়ে আসছিল শুরু থেকেই। পরে আইসিসি বোর্ড মিটিং করে বাংলাদেশকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতে কোনোভাবেই খেলবে না টাইগাররা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীর ময়া নৌবন্দর চালু হলেও বছর না ঘুরতেই অচল

যদিও আইসিসি সে আবেদনে সাড়া দেয়নি। তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল গেল (শনিবার) সন্ধ্যায়। বলেছে, বাংলাদেশকে সরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যেহেতু বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না সেক্ষেত্রে এই ফাঁকা সময়ে কী করবেন ক্রিকেটাররা। অবশ্য বেশ কিছু ক্রিকেটার নিজ শহরে অবস্থান করছেন, পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন। আগামী মাসে রয়েছে বিসিএল। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আরো একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টার কথা জানা গিয়েছিল।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাসের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় বাস চালক ও পুলিশ হেনস্থার মূল হোতা গ্রেপ্তার

আজ জানা গেল আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলে থাকা এবং জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যা চলবে সপ্তাহখানেক ধরে। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জাতীয় নির্বাচন শেষে হয়তো মাঠে গড়াতে পারে বাকি টুর্নামেন্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।