নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ১২:৪২। ৩১ জানুয়ারি, ২০২৬।

গোদাগাড়ীর পাকড়ির নারায়ণপুরে ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিনের গণসংযোগ ও পথসভা

জানুয়ারি ৩০, ২০২৬ ১০:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের গণসংযোগ ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নারায়ণপুর পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

পথসভায় তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণ, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। তিনি মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুনঃ  রাজশাহী আসছেন তারেক রহমান উচ্ছ্বসিত কর্মি-সমর্থক

পথসভায় বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই রাজনীতির সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, মানুষের ন্যায্য অধিকার, সুশাসন ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  নারীর সম্মান ও উন্নয়নে কাজ করবে বিএনপি : মিলন

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন সরাসরি গণসংযোগে তারা নিজেদের কথা বলার সুযোগ পেয়েছেন। অনেকেই বলেন, এই পথসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের এক দৃঢ় প্রকাশ।

আরও পড়ুনঃ  মঞ্চকথা থিয়েটারের সাবেক উপদেষ্টা এডভোকেট হাবিবুর রহমানের মৃত্যুবাষিকী পালন

অনুষ্ঠান শেষে এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন উপস্থিত জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের এই ভালোবাসা ও বিশ্বাসই পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহী–১ গোদাগাড়ী–তানোর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।