নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:৪২। ১০ নভেম্বর, ২০২৫।

বাগমারায় আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের বিদায় ও বরণ অনুষ্ঠিত

আগস্ট ১৪, ২০২৩ ১০:৫৮
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা সদর আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের উদ্যোগে এইচ এসসি (বিএম) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবাগতদের বরণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার কলেজের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জিয়াউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের সভাপতি এএফএম আবু সুফিয়ান। কলেজের প্রভাষক মাহাবুবুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী অধ্যাপক রেজাউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মতিউর রহমান, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন, কৃতি শিক্ষার্থী হাবিবুর বাসার, এনামুল হক, বিদায়ী শিক্ষার্থী আব্দুর রহমান, মমিনুল ইসলাম, মুকছেদা খাতুন ও বরণকৃতদের মধ্যে একাদশ শ্রেণীর ছাত্র তারেকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, কলেজের দাতা সদস্য আব্দুল আহাদ, সাবেক সদস্য উপজেলার জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, অভিভাবক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী বৃন্দ। এর আগে অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদান করা হয় এবং পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার নানা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে বিদায়ী ছাত্র-ছাত্রী ও নবাগতদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।