নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:২৩। ১১ নভেম্বর, ২০২৫।

দক্ষিণ-এশীয় ব্যাডমিন্টনে বাংলাদেশের জয়

আগস্ট ১৯, ২০২৩ ১:২৫
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর জুনিয়র টুর্নামেন্টে জোর দিয়েছে। ইন্দোনেশিয়ার পর এবার কাঠমান্ডুতে জুনিয়র দল পাঠিয়েছে ফেডারেশন।

সাউথ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টনে ভুটান ও মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ ও ১৭ উভয় বিভাগে বাংলাদেশ জয় পেয়েছে। আজ (শুক্রবার) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত অ-১৫ বিভাগে বাংলাদেশ ৪-০ সেটে ভুটানকে এবং অ-১৭ বিভাগে ৫-০ সেটে মালদ্বীপকে হারায় লাল সবুজ জার্সিধারী ছেলেরা।

অ-১৫ বিভাগের এককে মোস্তাকিম ও আফিফা, বালিকা দ্বৈতে আফিফা ও তানজিলা এবং মিশ্র বিভাগে মোস্তাকিম-তানজিলা অংশগ্রহণ করেন। অ-১৭ বিভাগের এককে সিফাত উল্লাহ ও মাথেরো বিশ্বাস, দ্বৈত বিভাগে রাজন মিয়া-সিফাত উল্লাহ, মাথেরো-সিনথিয়া এবং মিশ্র বিভাগে রাজন-সিনথিয়া অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে তাদের কোচ হিসেবে রয়েছেন ওয়াহিদুজ্জামান রাজু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।