অনলাইন ডেস্কঃ ঢাকা, ২০ আগস্ট, ২০২৩ (বাসস) : নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জুনিয়র ব্যাডমিন্টন দলগত ইভেন্টে রৌপ্যপদক জয় করেছে বাংলাদেশ। ব্যাডমিন্টন এশিয়ার তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় সাউথ এশিয়া আঞ্চলিক জুনিয়র চ্যাম্পিয়নশীপে অনূর্ধ্ব-১৫ জুনিয়র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশের শাটলাররা।
টুর্নামেন্টে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করেছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।