নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৯:০৮। ১৪ মে, ২০২৫।

সৌদি সীমান্ত রক্ষীরা শত শত ইথিওপিয়ান অভিবাসীকে হত্যা করেছে : এইচআরডব্লিও

আগস্ট ২১, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ সোমবার জানিয়েছে, সৌদি সীমান্ত রক্ষীরা ইথিওপিয়ান অভিবাসীদের উপর ‘বিস্ফোরক অস্ত্র’ নিক্ষেপ করেছে। এতে গত বছর থেকে এ পর্যন্ত কয়েকশ’ অভিবাসী নিহত হয়। এসব অভিবাসী ইয়েমেন সীমান্ত দিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেছিল
অভিযোগ সম্পর্কে রিয়াদ তাৎক্ষণিক কোন মন্তব্য করেনি। তবে সৌদি আরব সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার ইথিওপিয়ান বসবাস এবং কাজ কর্ম করে।
এইচআরডব্লিও’র গবেষক নাদিয়া হার্ডম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি কর্মকর্তারা এই দুর্গম সীমান্ত এলাকায় বাসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চলের শত শত অভিবাসী এবং আশ্রয় প্রার্থীকে হত্যা করছে।’
‘সৌদি ভাবমূর্তি উন্নত করার জন্য পেশাদার গল্ফ, ফুটবল ক্লাব এবং প্রধান বিনোদন ইভেন্টগুলি কেনার জন্য বিলিয়ন বিলিয়ন রিয়াল ব্যয় করা দেশটির পক্ষে এই ধরনের ভয়ঙ্কর অপরাধ থেকে মনোযোগ সরানো উচিত নয়।’
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, প্রায় এক দশক ধরে সৌদি আরব এবং ইয়েমেন ইথিওপিয়ান অভিবাসীদের বিরুদ্ধে অপব্যবহারের অভিযোগ করে আসছে। তবে সর্বশেষ হত্যাকান্ডগুলো ‘বিস্তৃত এবং পদ্ধতিগত’ বলে মনে হচ্ছে এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।