নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৩:৫৫। ১৪ মে, ২০২৫।

বাস দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত, আহত ২৭ঃব্রাজিল

আগস্ট ২১, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : ব্রাজিলে ফুটবল সমর্থকদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ৭ ব্যক্তি নিহত এবং ২৭ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তারা জানান, ব্রাজিলের দক্ষিন পুর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। মিনাস গেরাইস প্রদেশের বেলো হরিজন্তের কাছে একটি হাইওয়েতে এই দূর্ঘটনাটি ঘটেছে।
জি ওয়ান ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বাসের এক যাত্রী া জানিয়েছে, চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে দূর্ঘটনায় পড়ার আগে বাসটির ব্রেক কাজ করছিল না। বাসটিতে আরোহী হিসেবে ছিল সাও পাওলোর কোরিন্থিয়ানস ফুটবল ক্লাবের ৪০ জনেরও বেশী সমর্থক। বেলো হরিজন্তে থেকে প্রিয় ক্লাবের খেলা দেখে বাড়ী ফিরছিলেন এই সমর্থকরা।
দূর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে ব্রাজিলের বিভিন্ন ক্লাব এবং দেশটির ফুটবল কনফেডারেশন। তারা নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।