নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ২:৪৮। ১৪ মে, ২০২৫।

এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

আগস্ট ২৪, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৮ (আট) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৭ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০২৩ সালের আলিম ও এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৭ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (১) (ক), ২৯ (১)(খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৬

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী, মদিনাতুল উলুম কামিল মাদরাসা, রাজশাহী, নওহাটা ছালেহিয়া দারুচ্ছান্নাত ফাজিল মাদরাসা, পবা, রাজশাহী, আইন মহাবিদ্যালয়, রাজশাহী, লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজপাড়া, রাজশাহী, মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাপাশিয়া, কাটাখালী, নওহাটা সরকারি ডিগ্রি কলেজ, পবা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইদ-উল-আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

আজ ২৪ আগস্ট ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।