নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:২৯। ১১ নভেম্বর, ২০২৫।

বেকারী মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

আগস্ট ২৫, ২০২৩ ৪:৩২
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: বুধবার (২৩ আগস্ট) রাত ৯টায় রাজশাহী জেলা বেকারি ও কনফেকশনারী প্রস্তুতকারক মালিক সমিতির কার্য নির্বাহী কমিটির সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. সেলিম রেজা, সভা সঞ্চালনা ও মুল বক্তব্য প্রদান করেন উত্তরবঙ্গ বেকারি ও কনফেকশনারী প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, সভায় নেতৃবৃন্দ রাজশাহীর বেকারি ব্যবসার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়।

সেই সাথে সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি সংস্থার সাথে ধারাবাহিক ভাবে মত বিনিময় এবং উপজেলা পর্যায়ের কমিটিগুলো আরও কার্যকর করার লক্ষ্যে তাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার সিদ্দিক, যুগ্ম সম্পাদক চন্দন সরকার, কোষাধ্যক্ষ মো. আফসার আলী মন্ডল, সহ-সভাপতি পিযুষ কান্তি কুন্ডু, নির্বাহী সদস্য মো. মুঞ্জুরুল ইসলাম, এম.এ দুল্লার রহিম নয়ন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।