নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সন্ধ্যা ৭:০৮। ১ জুলাই, ২০২৫।

রুয়েটে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ

আগস্ট ২৭, ২০২৩ ১২:০৫
Link Copied!

স্টাফ রির্পোটারঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আজ শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল প্রভোস্টদের সাথে এক জরুরী সভায় তিনি এসব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। সভায় ৬ টি আবাসিক হলের ডাইনিংয়ে ঠান্ডা-গরম পানির জন্য ফিল্টার স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

এছাড়া ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত ৬ মিলি মিটার পাইপ পরিবর্তন করে ১০ মিলি মিটার ব্যাসের পাইপ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও তিনি রুয়েট ক্যাম্পাসে আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তাবনা তৈরীর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

এই জরুরী সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, হল সমূহের প্রভোস্টবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।