নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:১৫। ১০ মে, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

আগস্ট ৩০, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকা মূল্যের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার ভোরে সদর উপজেলার বাখেরআলী এলাকায় বিশেষ চোরাচালান অভিযান পরিচালনা করে মালিক বিহিন একটি ব্যাগ থেকে সোনাগুলো উদ্ধার করে বিজিবি।
এ ব্যাপারে বুধবার দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন জানান, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণের বার পাচারের বিশেষ গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুরটেক বিওপির একটি চৌকস টহল দল বুধবার সকাল ৭ টায় জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের চরাঞ্চলে একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একজন চোরাচালানি বিজিবির উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত চরাঞ্চলের কাশবনের ভেতর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের মোট ১০ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে স্বর্ণের বারগুলি সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে জানান অধিনায়ক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।