নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। দুপুর ২:৫৮। ১১ নভেম্বর, ২০২৫।

বাগমারায় তাল গাছের বীজ রোপন

সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:১৯
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা অফিসার্স ক্লাব বাগমারার উদ্যোগে তাল গাছের বীজ রোপনের করা হয়। বুধবার বাসুপাড়া ইউনিয়নের মানসিংহপুর থেকে পীরগঞ্জ বাজার পর্যন্ত ১ কিলোমিটার রাস্তর ধারে প্রায় তিন হাজার তাল গাছের বীজ রোপন করা হয়েছে। এই বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা রবিউল করিম, এলজিআরডি প্রকৌশলী খলিলুর রহমান।

তাল বীজ রোপনে সরকারী কোন বরাদ্দ করা হয়নি। প্রশাসনের কর্মকর্তাদের অফির্সাস ক্লাব বাগমারার উদ্যেগে ও ব্যায়ে তাল বীজ রোপন করা হয়। মূলত বীজ রোপন কর্মসূচিকে সফল করতে কর্মাকর্তাদের এই উদ্যোগ ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।