নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ৩:১৩। ১০ মে, ২০২৫।

নাটোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরের কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি ওসমান গনি নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
এঘটনার জন্য স্থানীয় আধিপত্যকে দায়ী করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যান আব্দুর রাহ্জাকেক কুপিয়ে হত্যা করে। ওই মামলার প্রধান আসামি ছিল ওসমান গনি। আজ রোববার

সকালে বাড়ি থেকে বের হয়ে ডাঙ্গাচিলান বাজারে গাড়ীর তেল নেয়ার জন্য অপেক্ষা করছিল ওছমান গণি। এসময় সেখানে প্রতিপক্ষর ১০/১৫ লোকজন তাকে ঘিরে ধরে প্রথমে হাত পায়ের রগ কাটে।তারপর মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত কোপাতে থাকে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। ওই ঞটনার জেরেই তাকে হত্যা করা হতে পারে।
ওসি মো. উজ্জল হোসেন জানান, নিহতের
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে বলে এ কর্মকর্তা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।